হাটহাজারীতে একদিনের ব্যবধানে ফের হালদা নদী থেকে একটি বালি তোলার ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ অক্টোবর) বিকাল ৩টায় হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়নের পূর্ব পাশে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
দক্ষিণ এশিয়ায় মিঠা পানির মাছের সবচেয়ে বড় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে বালি উত্তোলন ও মা মাছ শিকার বন্ধে এই অভিযান শুরু করে ভ্রাম্যমান আদালত।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জয়নিউজকে জানান, দেশীয় তৈরি ত্রুটিপূর্ণ ড্রেজার বসিয়ে বালি তোলা হচ্ছিল। দেখতে পেয়ে বালি তোলা বন্ধের নির্দেশ দিলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ড্রেজার বসিয়ে বালি উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতি-প্রকৃতি বদলে যাবার উপক্রম হয়েছে। এতে মা মাছের আবাস নষ্ট হচ্ছে। তাই হাটহাজারী উপজেলায় কোনোভাবেই মাছ নিধন এবং বালি উত্তোলন করতে দেওয়া হবে না।
জব্দকৃত ড্রেজারটি আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।
জয়নিউজ/আল্পনা/জুলফিকার