মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও আইনি লড়াইয়ে নির্বাচনি ফলাফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন নয়া মার্কিন প্রেসিডেন্ট।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে জো বাইডেন বলেছেন, এই দেশের মানুষ মুখ খুলেছে। তারা আমাদের পরিষ্কার বিজয় দিয়েছে, একটা বিশ্বাসযোগ্য বিজয়।
সেইসঙ্গে অগণিত সমর্থকের সামনে দাঁড়িয়ে ঐক্যের ডাক দিলেন বাইডেন। তিনি বলেন, আমি এমন এক প্রেসিডেন্ট হওয়ার শপথ করছি, যে বিভাজন নয়, ঐক্যবদ্ধ করবে।
এ কথার পরপরই ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বাইডেন বলেন, এবার একে অপরকে সুযোগ দেই। এখন কঠোর বাকবিতণ্ডা দূরে রাখার, উত্তেজনা কমানোর, আবারও একে অপরকে দেখার, একে অপরের কথা শোনার সময় এসেছে। এখন আমেরিকার সেরে ওঠার সময়।
এরপর তার রানিংমেট কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান জো বাইডেন।
জয়নিউজ/পিডি