দুই বিলবোর্ড ও ৮৪ সাইনবোর্ড উচ্ছেদ করেছে চসিক

নগরের লালখান বাজার মোড় থেকে গরিবুল্লাহ শাহ্ (র.) মাজার পর্যন্ত ২টি বড় বিলবোর্ড, ১টি যাত্রী ছাউনি, ৮৪টি সাইনবোর্ড, ২৩টি ফেস্টুন অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) চসিকের রাজস্ব বিভাগের কর্মীরা এসব অপসারণ করেন। তাদের সহযোগিতা করেন চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা।

- Advertisement -google news follower

অভিযানকালে লালখান বাজার, ওয়াসা মোড় ও গরিবুল্লাহ শাহ্ মাজারের স্পট পরিদর্শনে যান সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুফিদুল আলম।

এ সময় তিনি বলেন, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশে নগরের সৌন্দর্যবর্ধনের স্বার্থে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণে অভিযান চলমান রয়েছে।

- Advertisement -islamibank

অভিযানকালে চসিকের কর কর্মকর্তা মো. ইউসুফ, উপ-কর কর্মকর্তা রূপন কান্তি চৌধুরী কাজের তদারকিতে ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM