ফিশারিঘাটে ইলিশের জয়গান

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে এখন মাছ ধরায় ব্যস্ত জেলেরা। তাই ভোর হতেই নগরের নতুন ফিশারিঘাট ফিরে পেয়েছে তার প্রাণচাঞ্চল্য। কাকডাকা ভোরে জেলে নৌকাগুলো যখন ঘাটে ফেরার পরে একে একে নামানো শুরু হয় নানা জাতের মাছ। ক্লান্ত জেলেদের যেন তখনও দম ফেলার ফুসরত নেই। অনুসন্ধিৎসু ক্রেতারাও দেখে শুনে তারপর দরকষাকষি করে কিনে নেন মাছ।

- Advertisement -

ফিশারিঘাটে ইলিশের জয়গান

- Advertisement -google news follower

নতুন ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, বাজারে লইট্টা, পোয়া. কোরাল. ফাইস্যাসহ নানা জাতের মাছ সাজানো রয়েছে। তবে সবার ভিড়ে কদরটি কিন্তু সেই রূপালি ইলিশের। দামও তাই তার একটু বেশি।

জেলেরা জানালেন, বাজারে ইলিশের চাহিদা প্রচুর। তাই ইলিশ ভালো দামেই তারা বিক্রি করতে পারছেন। লবণ ইলিশের জন্যও কিছু মাছ রেখে দিচ্ছেন অনেকে।

- Advertisement -islamibank

ফিশারিঘাটে ইলিশের জয়গান

তাই নিষেধাজ্ঞার পর সাগরের এই মৌসুমে জেলেরাও আশায় বুধ বেঁধেছেন আবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে জালে। ঘুচাবে তাদের দারিদ্রতা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM