ভ্যাট-আয়কর প্রশাসনকে জুয়েলার্স সমিতির হুঁশিয়ারি

কোনো ব্যবসায়ী ভ্যাট না দিলে তাকে দুইবার নোটিশ প্রদান করতে হবে। কিন্তু সেটি না করে তারা স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানি করছে। অবিলম্বে তা বন্ধ না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

- Advertisement -

ভ্যাট ও আয়কর প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন চট্টগ্রাম জুয়েলার্স সমিতির সভাপতি মৃণাল কান্তি ধর। রোববার (৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

- Advertisement -google news follower

এতে তিনি বলেন, করোনার সময় বেশির ভাগ জুয়েলারি ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছে। কেউ ব্যবসা করতে পারেনি। কিন্তু ভ্যাট ও আয়কর প্রশাসন বিভিন্ন সময় ভ্যাটের জন্য ব্যবসায়ীদের হয়রানি করছে। এ হয়রানি অবিলম্বে বন্ধ না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ করে দিবো।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM