সামুদ্রিক মৎস্য আইনের ‘সাংঘর্ষিক’ ধারা বাতিলের দাবি

সামুদ্রিক মৎস্য আইন-২০২০ এর  বেশ কয়েকটি ধারাকে সাংঘর্ষিক উল্লেখ করে আইনটি সংশোধনের দাবি জানিয়েছে মেরিন হোয়াইট ফিসট্রলার ওনার্স এসোসিয়েশন।

- Advertisement -

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবে  এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায় ।

- Advertisement -google news follower

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন তাজু  লিখিত বক্তব্যে বলেন, নতুন সামুদ্রিক মৎস্য আইনটির বেশ কয়েকটি ধারা মেরিন ফিশিং ভ্যাসেল মালিক, কর্মকর্তা, শ্রমিক সকলের জন্য সাংঘর্ষিক। নতুন আইনটি বাস্তবায়ন হলে ফিশিং ভ্যাসেল মালিকসহ সংশ্লিষ্ট সকলেই ক্ষতির শিকার হবেন। যখন তখন জেল জরিমানার মুখোমুখি হবেন। আবার মালিকানা নিয়েও সমস্যায় পড়বেন।

তিনি অভিযোগ করেন, আইনটি করার আগে আমাদের সাথে কোন প্রকার পরামর্শও করা হয়নি। কারো মতামতও নেয়নি মন্ত্রণালয়। এছাড়া সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরামর্শকেও আমলে নেয়নি মন্ত্রণালয়।

- Advertisement -islamibank

এসময় তিনি নতুন আইনটির কয়েকটি ধারা বাতিল করে পুনরায় আইন সংশোধন করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন মেরিন হোয়াইট ফিস ট্রলার ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ছৈয়দ আহম্মদ, মো. দিদারুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক মো. নুর নবী, সদস্য ইঞ্জিনিয়ার  মনোয়ার হোসেনসহ অনন্যারা।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM