সম্পত্তি খাবে লোকে, দেহ খাবে পোকে

অবৈধ পথে সম্পদ অর্জনের না করার জন‌্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম‌্যান ইকবাল মাহমুদ।

- Advertisement -

তিনি বলেন, না হয়, যাদের জন্য সম্পদ রেখে যাবেন, তারা হয়তো সেই সম্পদ ভোগ করতে পারবেন না। সম্পত্তি খাবে লোকে, দেহ খাবে পোকে।

- Advertisement -google news follower

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় দুদক চেয়ারম‌্যান এ মন্তব‌্য করেন।

দুদক কর্মকর্তাদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, নিজেকে সর্বোচ্চ পরশিুদ্ধ রাখতে হবে। সম্পদের মোহাচ্ছন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলেই সমাজ দুর্নীতির করালগ্রাস থেকে মুক্তি পাবে।

- Advertisement -islamibank

তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন থাকবে, তা নির্ভর করছে, আমরা কিভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছি, তার ওপর। সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন আত্ম-সমালোচনা, নিজের কাজকে বার বার ফিরে দেখা।

ইকবাল মাহমুদ বলেন, সিপাহী থেকে চেয়ারম্যান, প্রত্যেকই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সবাই যদি সততা,নিষ্ঠা ও সুচারুরূপে দায়িত্ব পালন করেন, তাহলে দুদকের মাধ্যমে হয়রানি করা যায় কিংবা সরষের ভিতরেই ভূত রয়েছে, এ জাতীয় অপবাদ শোনা যাবে না।

তিনি বলেন, আমাদের ব্যর্থতা স্বীকার করতে হবে। সমস্যা স্বীকার না করলে, সমাধান হবে কিভাবে? আজ আমাদের অঙ্গীকার করতে হবে, আমরা রাগ-বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবো না। যে কাজটি করবো, তা নির্মোহভাবে করবো। অনিচ্ছাকৃত ভুল হতে পারে, তবে ইচ্ছাকৃত ভুল যেন না হয়। ভুল থেকে শিক্ষা নিতে পারি। তবেই কর্মপ্রক্রিয়া পরিশুদ্ধ হবে।

সভায় আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম, দুদক মহাপরিচালক মো. জহির রায়হান, সাঈদ মাহবুব খান, একেএম সোহেল, পরিচালক মো. গোলাম শাহরিয়ার চৌধুরী প্রমুখ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM