জানুয়ারির শেষ দিকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ

আগামী বছরে জানুয়ারির শেষের দিকে সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

- Advertisement -

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে আড়াইটার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

- Advertisement -google news follower

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সময়ে আমেরিকার অর্থনীতি ১৫ ভাগ পিছিয়েছে, সেখানে বাংলাদেশে পাঁচ ভাগ এগিয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিশ্ববাসী আমাদের করোনকালীন কাজের প্রশংসা করছে। আমরা করোনা নিয়ন্ত্রণ করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে। দেশে ৩৮ মেডিকেল কলেজ স্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠির কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। করোনা প্রতিরোধে সবাইকে সব সময় মাস্ক পরতে হবে।

- Advertisement -islamibank

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ. এইচ. এম এনায়েত হোসেন বক্তব্য রাখেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM