মহামারির করোনার কারণে সারাবিশ্বেই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এর প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও করোনার ধাক্কা সামলাতে পারছে না। তারাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
শনিবার অ্যাপলের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৫৩টি এবং যুক্তরাজ্যে ১৬টি স্টোর বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবং যুক্তরাজ্যে নতুন করে কড়াকড়ি আরোপের কারণে সাময়িক সময়ের জন্য এসব স্টোর বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
তবে পরিস্থিতির উন্নয়ন ঘটলে কর্মীদের আবারও কাজে ফিরিয়ে আনা হবে এবং গ্রাহকদের আবারও আগের মতোই সেবাদান করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র।
জয়নিউজ/পিডি