রাউজানে পুলিশ পাহারায় মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য

রাউজানে বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য পাহারায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দিন-রাত ২৪ ঘন্টা ৩ পুলিশ সদস্য ভাস্কর্যটি পাহাড়া দিচ্ছেন।

- Advertisement -

সরেজমিনে দেখা যায়, বিপ্লবী মাস্টার দা সূর্যসেন স্মৃতি ভবনের সামনে ভাস্কর্য পাহারা দিচ্ছেন তিনি পুলিশ সদস্য।

- Advertisement -google news follower

ভাস্কর্য পাহাড়ায় নিয়োজিত এএসআই সোলাইমান ভূইয়া বলেন, গত ১৭ ডিসেম্বর থেকে ২৪ ঘণ্টা দুই শিফটে ৩ জন করে পুলিশ সদস্য এ ভাস্কর্য পাহারা দিচ্ছেন।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ ম্যুরালসহ ১০৪টি ম্যুরাল রয়েছে। এছাড়া পৌরসভার মুন্সিরঘাটায় মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য এবং চুয়েটে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য রয়েছে উপজেলায়।

- Advertisement -islamibank

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন,  বঙ্গবন্ধুর ১০৪টি ম্যুরাল, মাস্টার দা সূর্যসেন ও মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য রক্ষায় পুলিশ মাঠে রয়েছে। যদিও রাউজানে এই ধরনের অপ্রীতিকর ঘটনার আশাঙ্ক নেই। তারপরও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জয়নিউজ/শফিউল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM