বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু-স্টেটসম্যান অব দ্য এরা’ শীর্ষক গ্রুপ আর্ট প্রদর্শনী। এটি রোববার (২৭ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকার ভারতীয় হাইকমিশন, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী। আর্টকনের কিউরেটর মি. রিপন এ প্রদর্শনীটি তৈরি করেছেন। এতে ১২ শীর্ষস্থানীয় ও প্রতিশ্রুতিশীল বাংলাদেশের চিত্রশিল্পীর বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
শিল্পীদের মধ্যে রয়েছেন— আবদুল মান্নান, মো. মুনিরুজ্জামান, সৈয়দা মাহবুবা করিম মিনি, কাদের ভূঁইয়া, সঞ্জিব দাস অপু, কৃতি রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার বুদ্ধ, এসএম মিজানুর রহমান, মো. জাকির হোসেন পুলক, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী ও মানিক বনিক।