কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
রোববার (৩ জানুয়ারি) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার নাফ নদীর তীর সংলগ্ন লবণের মাঠ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সংলগ্ন লবণের মাঠ দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় এক ব্যক্তি একটি বস্তা কাঁধে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠ দিয়ে গ্রামের দিকে আসতে দেখলে অবস্থানরত বিজিবির সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।
‘পাচারকারী ব্যক্তি দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে দৌঁড়ে কেওড়া বাগানে লুকিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। এসময় বস্তার ভেতর থেকে আনুমানিক এক কোটি ৮০ লাখ টাকার মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’