মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনা পাহাড় গ্রামের চৌধুরী ম্যানসন-এ জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয়ের কাজ শুরু করেছে র্যাব। সকাল ১১টা ১০ মিনিটে উদ্ধার হওয়া প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটায় র্যাব।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাড়িটির কাছেই ঢাকা-চট্টগ্রাম রেলপথ এলাকায় এক সপ্তাহ আগে ভাড়া নিয়ে জঙ্গিরা এখানে বসতি স্থাপন করে।
র্যাব জানায়, তাদের ধারনা বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে তারা বাড়িটি ভাড়া নিয়েছিল। এ জন্য বিপুল বোমা ও অস্ত্রের মজুদ করা হয় এ বাড়িতে।
অভিযান শুরুর আগে এ বাড়ি থেকে জঙ্গিদের বের হয়ে আসার অনুরোধ জানানো হয়। কিন্তু তারা বের না হয়ে বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তিন থেকে চারটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার আগে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
জয়নিউজ/ফরহান অভি/আরসি