কক্সবাজারে বিজিবির মামলায় জামিন পেলেন নারী এনজিওকর্মী

কক্সবাজারে নারী এনজিওকর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)করা মানহানি মামলায় নারী এনজিও কর্মী ফারজানা আক্তারকে (২৬) জামিন দিয়েছেন আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তার জামিন মন্জুর করেন আদালত।

- Advertisement -google news follower

ফারজানা আক্তারের আইনজীবী এডভোকেট আবদু শুক্কুর জানান, ভিকটিম নির্যাতনের শিকার। আদালত বিষয়টি আমলে নিয়ে জামিন মন্জুর করেছেন। মামলা শেষে আমার ভিকটিম নির্দোষ প্রমাণিত হবে।

তবে বিজিবির পক্ষের আইনজীবী এডভোকেট সাজ্জাদুল করিম জানান, আদালত জামিন দিতে পারেন। তাই বলে মামলা শেষ হয়নি। সে আদালতে দোষী প্রমাণিত হবেন।

- Advertisement -islamibank

বিগত ২০২০ সালের ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনে থাকা দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন ওই এনজিওকর্মী। ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই আসামির বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ আলি মোল্লা।

মামলাটি আদালত পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। পরে টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গত ২২ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

জয়নিউজ/শামীম/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM