ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ৩১নং আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।
সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এক শোকবার্তায় তিনি বলেন, ৯০ থেকে ৯৬ আর ২০০১ হতে ২০০৮ এর আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথের অকুতোভয় সৈনিক ও ৩১নং আলকরণ ওয়ার্ডের চারবারের সফল কাউন্সিলর ছিলেন তারেক সোলেমান সেলিম। তাঁর মৃত্যুতে আমরা হারিয়েছি একজন প্রকৃত মুজিবপ্রেমীকে।
উল্লেখ্য, আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহর ছেলে তারেক সোলেমান সেলিম স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। স্বৈরাচার-মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রাজপথে লড়ে গেছেন আজীবন। আলকরণ ওয়ার্ড থেকে ছিলেন চারবারের নির্বাচিত কাউন্সিলর।
জয়নিউজ/হিমেল/পিডি