চলে গেলেন তারেক সোলেমান, আ জ ম নাছিরের শোক

ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ৩১নং আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।

- Advertisement -

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

- Advertisement -google news follower

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

এক শোকবার্তায় তিনি বলেন, ৯০ থেকে ৯৬ আর ২০০১ হতে ২০০৮ এর আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথের অকুতোভয় সৈনিক ও ৩১নং আলকরণ ওয়ার্ডের চারবারের সফল কাউন্সিলর ছিলেন তারেক সোলেমান সেলিম। তাঁর মৃত্যুতে আমরা হারিয়েছি একজন প্রকৃত মুজিবপ্রেমীকে।

- Advertisement -islamibank

উল্লেখ্য, আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহর ছেলে তারেক সোলেমান সেলিম স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। স্বৈরাচার-মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রাজপথে লড়ে গেছেন আজীবন। আলকরণ ওয়ার্ড থেকে ছিলেন চারবারের নির্বাচিত কাউন্সিলর।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM