খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৪ কোটি ২৪ লাখ টাকার গাঁজা উদ্ধার করেছে র্যাব। এসময় সান্ত চাকমা (৪০) নামে এক যুবককে আটক করা হয়।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে লক্ষ্মীছড়ি থানার দূর্গম তুল্যা কার্বারীপাড়া থেকে এসব উদ্ধার করা হয়। আটক সান্ত চাকমা খাগড়াছড়ির ১২নং এলাকার মৃত মদনমোহন চাকমার ছেলে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ির দূর্গম তুল্যা কার্বারীপাড়ার কালা পাহাড়ের উপর অভিযান চালায় সেনাবাহিনী ও র্যাব । এসময় যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সান্ত চাকমাকে আটক করা হয়।
পরে সান্ত চাকমার স্বীকারোক্তিনুযায়ী পাঁচটি জমিতে গাঁজা গাছ চাষাবাদ অবস্থায় পাওয়া যায়। এসময় জমি থেকে আনুমানিক ৩ হাজারের বেশি গাঁজার গাছ জব্দ করা হয় এবং কিছু আলামত রেখে অবশিষ্ট গাছ ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, আটক সান্ত চাকমার ঘর তল্লাশি করে আট কেজি গাঁজার বীজও উদ্ধার করা হয়। পরে আটক আসামি ও জব্দকৃত গাঁজা লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়নিউজ/বিআর