শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি সোনার বারসহ সুমন দাশ নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। বুধবার (১ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। বারগুলো মলদ্বারে লুকানো ছিলো।
বিষয়টি নিশ্চিত করে কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জয়নিউজকে বলেন, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার সকাল সাড়ে নয়টার ফ্লাইটে চট্টগ্রামে আসেন ফটিকছড়ির সুমন দাশ। তার গতিবিধি সন্দেহজনক হলে কাস্টম হাউসের কর্মকর্তারা চ্যালেঞ্জ তাকে করেন। একপর্যায়ে মলদ্বারে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন সুমন।
এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাস্টম কর্মকর্তারা।
জয়নিউজবিডি/ আরসি