২০১৮ সালে শান্তিতে নোবেল পেলেন ইরাকি তরুণী নাদিয়া মুরাদ এবং কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি। ইয়াজিদি সম্প্রদায়ের নাদিয়া ধর্ষণ প্রতিরোধে অবদান রাখায় এই পুরষ্কার অর্জন করেন।
অপরদিকে চিকিৎসক মুকওয়েজি ও তার দল যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় হতাহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নোবেল কমিটি জানায়, নাদিয়া ও মুকাওয়েজি উভয়েই যুদ্ধবিধ্বস্ত এলাকায় ধর্ষণ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।
জয়নিউজ