চসিক নির্বাচনে জামানত হারালেন ৬ মেয়র প্রার্থী

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে জামানত হারালেন ৬ মেয়র প্রার্থী। বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে পর্যাপ্ত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচনে বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

- Advertisement -

জামানত হারানো ৬ প্রার্থী হলেন— বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি প্রতীক), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস্ পার্টির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মু. ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)।

- Advertisement -google news follower

ইসি সূত্র জানায়, নির্বাচনে যত ভোট পড়ে এর ৮ ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫০ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়।

চসিক নির্বাচনে মেয়র পদে ভোট পড়েছে ২২ দশমিক ৫২ শতাংশ। জামানত ফেরত পেতে মেয়র পদপ্রার্থীকে ন্যূনতম ৫৪ হাজার ৪৩৬ ভোট পেতে হতো।

- Advertisement -islamibank

প্রকাশিত ফলাফলে ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। এছাড়া খোকন চৌধুরী পেয়েছেন ৮৮৫ ভোট, এম এ মতিন পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট, মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯৮০ ভোট, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১ হাজার ১০৯ ভোট এবং আবুল মনজুর পেয়েছেন ৪ হাজার ৬৫৩ ভোট। পক্ষান্তরে নির্বাচনে বিজয়ী রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট।

সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম জানান, জামানত ফেরত পাওয়ার মতো ভোট ৬ মেয়র পদপ্রার্থী পাননি। তাই তাঁরা জামানত হারিয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ