মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এর বিরুদ্ধে জনগণকে বিক্ষোভে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন সু চি।
দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশের জনগণের সামরিক অভ্যুত্থান মেনে নেয়া উচিত নয় এবং এর বিরুদ্ধে অবশ্যই বিক্ষোভ করা উচিত। খবর রয়টার্সের।
আজ সোমবার সকালে মিয়ারের প্রেসিডেন্ট উইন মিন্ট ও সু চিকে আটকের পর দলটির কোনো শীর্ষ নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি।
সু চির পক্ষ থেকে ওই বিবৃতিতে বলা হয়েছে, এই সামরিক অভ্যুত্থান মেনে না নিতে আমি লোকজনকে আহ্বান জানাচ্ছি। আন্তরিকভাবে সবাই এই বিক্ষোভের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
এনএলডির চেয়ারম্যান উইন হেইন একটি বিবৃতি জারি করেছেন। তার হাতে লেখা ওই বিবৃতিকে নির্ভরযোগ্য এবং এটি সু চির ইচ্ছার প্রতিফলন বলেই উল্লেখ করা হয়েছে।
উইন হেইন বলেন, আমার জীবনের দিব্যি দিয়ে বলছি এটা অং সান সুচির নির্ভরযোগ্য বিবৃতি যা তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
জয়নিউজ/পিডি