সারাদেশে করোনার টিকা কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামে ২ হাজার ৭৯৮ জন টিকা নিয়েছেন। এ নিয়ে দুই দিনে টিকা নিলেন ৩ হাজার ৮৮৮ জন।
এছাড়া টিকা নিতে সোমবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত আবেদন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন। এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিভিল সার্জন কার্যালয়।
এর আগে প্রথম দিন রোববার (৭ ফেব্রুয়ারি) নগর ও উপজেলায় এক হাজার ৯০ জন সম্মুখসারির যোদ্ধাকে টিকা দেওয়া হয়। এর মধ্যে নগরের ৬টি কেন্দ্রে ৪২৩ জন এবং ১৪ উপজেলা হাসপাতালে ৬৬৭ জনকে টিকা দেওয়া হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রথম দুই দিনে চট্টগ্রাম নগর ও উপজেলাগুলোতে ৩ হাজার ৮৮৮ জন টিকা নিয়েছেন। টিকা নিতে আবেদন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন।