চট্টগ্রাম মহানগর ও উপজেলাগুলোয় তৃতীয় দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৬ হাজার ৫৯ জন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।
এছাড়া মঙ্গলবার বিকেল পর্যন্ত চট্টগ্রামে করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন ৪৯ হাজার ৯৩১ জন। নিবন্ধনকারীদের মধ্যে ৩৮ হাজার ৮৯০ জন নগরীর বাসিন্দা। বাকি ১১ হাজার ৪১ জন ১৪ উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি জানান, আজ মঙ্গলবার তৃতীয় দিনে নগরে ৩ হাজার ৩১ জন এবং উপজেলাগুলোতে ৩ হাজার ২৭ জন টিকা নিয়েছেন।
এর আগে গতকাল সোমবার দ্বিতীয় দিনে নগরীতে এক হাজার ৪৬৮ জন এবং উপজেলাগুলোতে মোট এক হাজার ২১০ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তিন দিনে চট্টগ্রামে মোট ৬ হাজার ৫৯ জন টিকা নিয়েছেন।
চট্টগ্রাম জেলার জন্য এখন পর্যন্ত চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে এক লাখ ৫৪ হাজার টিকা নগরের বাসিন্দারা পাবেন। বাকি টিকা ১৪টি উপজেলায় পাঠানো হয়েছে।
টিকা দেওয়ার পর টিকা গ্রহণকারী ব্যক্তিকে টিকাদান পরবর্তী কক্ষে (পোস্ট ভ্যাকসিনেশন রুম) নেওয়া হয়। সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত টিকা গ্রহণকারী ব্যক্তিকে পর্যবেক্ষণ করা হয়।