আনোয়ারায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কোরিয়ান ইপিজেডের ৯ পোশাক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— রোজিনা আখতার (২৫), হাবিবা আখতার (১৮), জাহানারা বেগম (২৪), চম্পা দাশ (২৪), নিলু মজুমদার (৩০), খোরাই জান্নাত (২৩), মো. ইকবাল (৩৪), বিলকিস বেগম (৩২) ও মনোয়ারা বেগম (২৭)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, আনোয়ারায় বাস ও ট্রাকের মুখোমেুখি সংঘর্ষে আহত ৯ পোশাক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।