পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে আবদুল মাবুদ নামে একজন নিহত হয়েছেন।
তিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোটভাই বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশকয়েকজন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলি, আগুন, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের গুলিতে আবদুল মাবুদ নিহত। এসময় বিক্ষুদ্ধরা কেন্দ্রের বাইরে আনসার ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আরো বেশকয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় কাউন্সিলর আবদুল মান্নান ও সরওয়ার কামাল রাজিবকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রের বাইরে গুলিতে একজন আহত হয়। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই কেন্দ্রে বিজিবি, র্যাব ও পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
জয়নিউজ/পিডি