নগরের লালখান বাজারে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় একটি দোকানও ভাঙচুর করা হয়।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বলেন, বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। ইটের আঘাতে তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে মতিঝর্ণা এলাকায় স্থানীয় যুবলীগ কর্মী নুরুল আলমের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় তাকে ইট দিয়ে আঘাত করা হয়। পরে রুবি নামে এক নারীকর্মীকেও মারধর হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে রুবেল, আসমা, কোহিনুর, শাহীনসহ আরও কয়েকজন আহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা নতুন কাউন্সিলর আবুল হাসনাত বেলাল ও তার প্রতিপক্ষ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী বলে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক হামিদুর রহমান বলেন, সংঘর্ষে আহত ৪-৫ জনকে হাসপাতালে আনা হয়। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
জয়নিউজ/এসআই