আমতল চত্বরে বোধনের পথ আবৃত্তি

“একুশ মানে মাথা নত না করা” শিরোনামে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে শহীদদের স্মরণে পথ আবৃত্তির অনুষ্ঠান হয়েছে।

- Advertisement -

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আমতল শাহ্ আমানত মার্কেট প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

এদিন সকালে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের পর আবৃত্তির অনুষ্ঠান শুরু হয়। দ শুরুতে বক্তব্য দেন বোধনের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী।

পরে আবৃত্তি পরিবেশন করেন বোধনের আবৃত্তিশিল্পী শিমুল নন্দী, জাভেদ হোসেন, মাইনুল আজম চৌধুরী, তৈয়বা জহির আরশি, রাজিউর রহমান বিতান, প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা, যশস্বী বণিক, সন্দিপন সেন একা, সুতপা মজুমদার, অর্পণ চক্রবর্তী, মৃত্তিকা চক্রবর্তী, পৃথুলা চৌধুরী, হামিমা জামিল রুমা, মিকদাদ বিন মামুন, সুমি মল্লিক, নটরাজ কুমার ঘোষ, প্রনিধি মজুমদার, এএসএম এমরান, ওসমান পারভেজ সোহাগ, রাজেশ বড়ুয়া, সত্যজিৎ চক্রবর্তী, হোসনে আরা নাজু ও মমি ভট্টাচার্য।

- Advertisement -islamibank

আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের মধ্যে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, অনুকা গুহ, ঐশী পাল, সুপ্রিয়া চৌধুরী ও উম্মে সালমা নিঝুম।

কবিদের মধ্যে কবিতা পাঠ করেন জসীম মেহবুব, নান্টু বড়ুয়া, আশীষ সেন ও উৎপল কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন বোধনের নির্বাহী সদস্য সুজিত রায়, অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস ও অ্যাড. সুভাষ বরণ চক্রবর্তী।

আবৃত্তিশিল্পী রমিজ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM