মানুষ ভালোবেসে একটি স্বপ্ন নিয়ে সবাইকে নির্বাচিত করেছেন। এর প্রতিফলন ঘটাতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মানুষ যে আস্থা রেখে নির্বাচিত করেছেন সেটি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রথম সভায় মেয়র এম রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, চসিক পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে একশো দিনের ক্রাশ কার্যক্রম হতে নিয়েছে। এই সময়ের মধ্যে নগরের ভাঙ্গা রাস্তাগুলো সংস্কার করা হবে।
এছাড়া নগরকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনা রয়েছে জানিয়ে সবার পরামর্শে সমন্বিতভাবে কাজ করা হবে বলেও জানান তিনি।
মেয়র রেজাউল করিমের সভাপতিত্বে এ সভায় চসিকের ৪০টি সাধারণ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়নিউজ/পিডি