উত্তর-পশ্চিম নাইজেরিয়ার একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিবিসি জানায়, পুলিশের ধারণা, শুক্রবার সকালে জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের ওই বোর্ডিং স্কুল থেকে মেয়েদের অপহরণ করার পর বন্দুকধারীরা তাদের একটি বনে নিয়ে গেছে।
সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে এবারই সবচেয়ে বেশি স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ পাওয়ার জন্যই দুর্বৃত্তরা এই ঘৃণ্য কাজ করছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
এদিকে দেশটির রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারি এ ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, নির্দোষ স্কুলছাত্রীদের টাকার জন্য অপহরণ করা খুবই অমানবিক ও অপ্রীতিকর একটা কাজ। এভাবে ছাত্রীদের ব্ল্যাকমেইল করলেই ডাকাতরা ছাড় পেয়ে যাবে না। তাদের বিরুদ্ধে জরুরিভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।