চট্টগ্রাম মহানগরের টিকাদান কেন্দ্রগুলোর জন্য আরও নয় হাজার টিকা আসছে। রোববার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা থেকে ভ্যাকসিনের গাড়িবহর চট্টগ্রামের পথে রওনা দিয়েছে। যা রাত সাড়ে ৯টা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।
রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, কয়েকদিন আগে চট্টগ্রাম নগরের জন্য দশ হাজার ভ্যাকসিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে ঢাকায়। আজ ঢাকা থেকে জানানো হয়েছে নয় হাজার ভ্যাকসিন পাঠানো হচ্ছে। বাকি ভ্যাকসিন এসে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।