৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ মার্চ (শুক্রবার)। তবে করোনার ঊর্ধ্বগতি রুখতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আজ বুধবার (১৭ মার্চ) যে সুপারিশ পেশ করা হয়েছে, তাতে পরীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে।
এর আগে পরীক্ষা পিছিয়ে দিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি রিট আবেদন করা হয়েছিল। গত মঙ্গলবার (১৬ মার্চ) সেই রিট খারিজ করে দিয়ে হাইকোর্ট বলেছেন, বিসিএস পরীক্ষা পেছানো সম্ভব নয়।
হাইকোর্টের এমন রায়ের ২৪ ঘণ্টার মাথায় পরীক্ষা বন্ধ রাখার সুপারিশ করলো স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি মাসের (মার্চ) শুরু থেকেই দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে ১২ দফা সুপারিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো- লকডাউন সম্ভব না হলে অন্তত জনসমাগম বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, বিসিএসসহ সকল পাবলিক পরীক্ষা বন্ধ রাখা, আগামী ঈদের ছুটি কমিয়ে আনা।