হেফাজতে ইসলামের ডাকা হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় হাটহাজারী ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুরো উপজেলায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। র্যাবের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে।
রোববার (২৮ মার্চ) হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের কয়েকটি স্থানে নতুন করে খুঁড়ে ফেলায় এ সড়কে যান চলাচল এখনও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে।
এদিকে হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন । সকাল থেকে তারা বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, হাটহাজারীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাটহাজারী-খাগড়াছড়ি সড়কটি সচলের চেষ্টা চলছে।
জয়নিউজ/পিডি