চট্টগ্রামে করোনা: নগরে আক্রান্তে উচ্চহার, নেই স্বাস্থ্যবিধি

চট্টগ্রামে দ্রুতগতিতে বেড়েই চলছে করোনা শনাক্তের সংখ্যা। চলতি মাসের শুরুতে দৈনিক শনাক্তের শতক ছাড়িয়েছিল যা এখন দ্বিগুণ। করোনা আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর হারও ক্রমাগতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে  চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে  ২১২ জন। যার মধ্যে ১৮৮ জনই নগরের বাসিন্দা। বাকি ২৪ জন বিভিন্ন উপজেলার। একই সময়ে মারা গেছেন আরো একজন।

- Advertisement -

তাই করোনা অব্যাহত সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

- Advertisement -google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৬টি ল্যাবে  এক হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০১ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৭০৪ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন করোনা রোগী শনাক্ত হন।

- Advertisement -islamibank

এছাড়া বেসরকারি শেভরণ ল্যাবে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM