হাটহাজারীতে ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে চিনি। পৌরসভার চৌধুরী স্টোর থেকে এমনই রং ও কেমিক্যাল মিশ্রিত ১২০ প্যাকেট চিনি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় উৎপাদিত ১২০ প্যাকেট ‘কেয়া কনজ্যুমার ব্রান্ডের খাঁটি দেশি আখের চিনি’ জব্দ করা হয়েছে। এসব চিনির কেজি ৯০ টাকা দরে বিক্রি হচ্ছিল।
ইউএনও রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি কেয়া নামের ওই ব্রাউন চিনিতে কৃত্রিম রং মেশানো হয়েছে। জব্দ করা চিনি পরীক্ষার জন্য বিএসটিআইকে চিঠি দেব আমরা।
তিনি বলেন, দোকানিরা জানিয়েছেন শহর থেকে পাইকারি দামে এসব চিনি মোড়কজাত অবস্থায় কিনে এনেছেন তারা। তাই কাউকে জরিমানা করা হয়নি। তবে আমরা সতর্ক করেছি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং মেশানো, ভেজাল, মেয়াদোত্তীর্ণ কোনো খাদ্যপণ্য যাতে আগামীতে বিক্রি না করেন।