জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের গুলিতে নারী নিহত

পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক নারী নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে।

- Advertisement -

রোববার (১১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ভোদামাঝির ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তার (৪০) ওই এলাকার ফরিদুল আলমের স্ত্রী।

- Advertisement -google news follower

এ ঘটনায় গ্রেফতাররা হলেন, নিহত সেলিনা আক্তারের প্রতিবেশী মোহাম্মদ হোসেনের ছেলে মাহমুদুল করিম (৪০) ও মোহাম্মদ মফিজ (৪৫)।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানান. ফরিদুল আলম ও মোহাম্মদ হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে রোববার মধ্যরাতে মোহাম্মদ হোসেনের লোকজন দলবদ্ধ হয়ে ফরিদুল আলমের ভিটের ঘেরা বেড়া উপড়ে ফেলে।

- Advertisement -islamibank

এসময় বাড়ি থেকে ফরিদুল আলমের পরিবারের লোকজন বের হয়ে বাঁধা দেয়। এতে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটে। এ ঘটনায় ৬ জন আহত হয়। ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM