করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এখন পর্যন্ত শারীরিক যে অবস্থা তাতে বাসায় রেখেই তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন ডা. মামুন। মঙ্গলবার (১৩ এপ্রিল) গুলশানের বাসভবনে খালেদা জিয়াকে দেখে এসে একথা বলেন তিনি।
তিনি বলেন, ম্যাডামের কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন। এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা তাতে বাসায় রেখেই চিকিৎসা সম্ভব।
আজ পরীক্ষার জন্য খালেদা জিয়ার রক্তের নমুনা নেওয়া হয়েছে উল্লেখ করে ডা. মামুন বলেন, তার রক্তে কোনো ঝুঁকি আছে কি-না জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। রিপোর্ট আসলে পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নির্দেশনা দিচ্ছেন। আসলে টিম ওয়ার্কের মাধ্যমে ম্যাডামের চিকিৎসা চলছে।