ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজার বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটির মতো বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে গেছে ।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পর এ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের বেশ কয়েকটি বাস রাখা ছিল। আগুনে ছয়টির মতো বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা ও সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়স্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।’
জয়নিউজ/পিডি