পার্বত্য চট্টগ্রামে চলমান হেডম্যান প্রথা বাতিল এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসাবে ৮২ হাজার পাহাড়ি পরিবারকে পুনর্বাসনের নামে ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় সংবাদ সম্মেলন করেছে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর বাঙ্গালী ছাত্র পরিষদ।
রোববার সকাল ১১ টায় উপজেলার লারমা স্কোয়ারে হোটেল ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বৃহত্তর বাঙ্গালী ছাত্র পরিষদের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, তত্ত্বাবধায়ক সাদ্দাম হোসেন, মো. আহাম্মদ, দীঘিনালা উপজেলা সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক মনসুর আলম ও মানিকছড়ি উপজেলা সভাপতি মোক্তার হোসেন।