গণপরিবহন চালুর অনুমতি দিন

স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ মে’র আগে গণপরিবহন চালুর অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ।

- Advertisement -

রোববার (২ মে) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিবহন মালিকরা। চট্টগ্রামের আন্তঃজেলা বাস মালিক সমিতির কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ।

- Advertisement -google news follower

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘আমরা মালিক ও শ্রমিকদের ৪ মে পর্যন্ত গণপরিবহন চলাচলের বিষয়ে অনুমতির জন্য অপেক্ষা করতে বলেছি। এর মধ্যে যদি মালিক শ্রমিকরা নিজ উদ্যোগে গাড়ি চলাচল শুরু করে দেয়, তাহলে মালিক সমিতির কিছু করার থাকবে না।

পেটের তাগিদে আমাদের অনুরোধ তারা নাও রাখতে পারে। তাই ৪ মে’র আগেই সরকারকে একটা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব। তবে ৪ মে’র পরে মালিক-শ্রমিকরা রাস্তায় গাড়ি চালাতে বাধ্য হবেন।’

- Advertisement -islamibank

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম। এ সময় পরিবহন মালিকরা বলেন, বিনা সুদে সড়ক পরিবহন মালিক গ্রুপকে ঋণ প্রদান করতে হবে। করোনাকালীন সময়ে এক বছরের জন্য ব্যাংক ঋণ ও কিস্তির সুদ মওকুফ করতে হবে। এছাড়া করোনা মহামারি সমাপ্ত হওয়া পর্যন্ত ডকুমেন্ট হালনাগাদ করার সময় বৃদ্ধি করতে হবে।

সংবাদ সম্মেলনে মালিকরা বলেন, লকডাউনে সব কিছু খোলা, কেবল গণপরিবহন বন্ধ। এতে করে প্রতিদিন লাখ লাখ শ্রমিক অনাহারে দিন কাটাচ্ছে। এ সময় শ্রমিকদের সহযোগিতায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM