দেশে করোনাভাইরাসে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত প্রায় দেড় মাসের মধ্যে সবচেয়ে কম।
এর আগে গত ২৬ মার্চ আগের ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছিল।
গত ৫ এপ্রিল থেকে দেশে মানুষের চলাচলে বিধি–নিষেধ আরোপের পর একপর্যায়ে সংক্রমণ কমতে থাকে। ধীরে ধীরে দৈনিক মৃত্যুও কমেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন।
মঙ্গলবার (১১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।