ঈদের দিন সকালে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সারাদেশের নদী বন্দরগুলোতে জারি করা হয় ১ নম্বর সতর্ক সংকেত।
নগরের সকালে রোদের দেখা মিললেও হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ। সকাল ৯টার পর গুড়িগুড়ি বৃষ্টি রূপ নেয় মুষল ধারে। আর একটানা এক ঘণ্টার টানা বৃষ্টিতে নগরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নগরের ২নং গেইট, দামপাড়া বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, অক্সিজেন, হামজারবাগ, মুরাদপুর, আতুরারডিপো, বহদ্দারহাট, শুলকবহর, কাতালগঞ্জ, নাসিরাবাদ, বায়োজিদ, ষোলশহর দু’নম্বর গেট, চকবাজার, পাঁচলাইশ, ডিসি রোড, খাজা রোড, চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, চাক্তাই, রাজাখালি, দেওয়ানবাজার, আগ্রাবাদ, ছোটপুল, বড়পুল, সিডিএ, হালিশহর, পাহাড়তলী, সরাইপাড়া, সাগরিকা, কাঁচারাস্তার মাথা ও পতেঙ্গার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো কোনো এলাকার পানি সরেনি। ফলে ঈদের দিনেই দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
দামপাড়া এলাকার বাসিন্দা হাসান রিফাত বলেন, ঈদের নামাজ শেষ হওয়ার পর মুষলধারে বৃষ্টিতে কুশল বিনিময়ও করতে পারেনি। রাস্তায় পানি উঠে এলাকা থই থই। বৃষ্টিতে ভিজে কোনো রকমে বাসায় চলে এসেছি।
জয়নিউজ/পিডি