জয়নিউজবিডি ডেক্স: শুল্ক গোয়েন্দার তথ্যের ভিত্তিতে কাস্টম হাউস চট্টগ্রাম বন্দরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৪৫ হাজার ৮৮০ সেট প্লেয়িং কার্ড (তাস) আটক করেছেন।
আজ বুধবার (১ আগস্ট) কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. নূর উদ্দিন মিলন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুল্ক গোয়েন্দা চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউস একটি পণ্যচালানের খালাস স্থগিত করে। একাধিকবার চিঠি দেওয়ার পরও আমদানিকারক বা সিএন্ডএফ এজেন্ট পণ্য চালান কায়িক পরীক্ষার ব্যবস্থা নেননি। দীর্ঘদিন কায়িক পরীক্ষা না করায় ফোর্স কিপ ডাউনের মাধ্যমে কনটেইনার নামিয়ে কায়িক পরীক্ষা করে।
রাইহান ট্রেড ইন্টারন্যাশনালের নামে চালানটি বন্দরে এসেছিল। খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের এমএ মোনাফ অ্যান্ড কোম্পানি।