কক্সবাজারে পেকুয়ায় মসজিদের নির্মাণকাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জসিম উদ্দীন (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৪টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব জালিয়াপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত জসিম পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতব্বর পাড়ার রফিক আহমদের ছেলে। আহতরা হলেন— আবদুল জব্বার (৩২), খায়রুল বশর (৪৫), আবদুস সালাম (১৮), আবদুল মান্নান (২৫) ও মো. আইয়ুব (১৭)। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানান, বিকেলে মসজিদের পিলারের রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান জসিম উদ্দিন। এ সময় আহত হন আরও ৫ শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম বলেন, মসজিদের পিলারের রড তুলতে গিয়ে পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে এ ঘটনা ঘটে।