আধ ঘণ্টা অবরোধের পর মুক্ত হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল ১০টা থেকে তারা মানববন্ধন করে।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার এসআই ওমর ফারুক জয়নিউজকে বলেন, সকাল ১০টা থেকে তারা মানববন্ধন এবং ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাস্তা বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করা হয়। সাড়ে ১১টায় কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে, সিটি গেইট এলাকায় সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে কোটা বহালের দাবিতে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রাখে। তাদের দাবি, তারা মুক্তিযোদ্ধার সন্তান এবং সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা পুনর্বহাল করতে হবে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জয়নিউজ/ফারুক/আরসি