তৃতীয় ধাপের ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৭ জুন) মন্তণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিত করে আট বিভাগের ৩৮৮টি উপজেলার ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।
এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বৃহত্তর চট্টগ্রামের ৫১০ জন মুক্তিযোদ্ধাকে। এর মধ্যে চট্টগ্রামের সাড়ে ৪শ’, বান্দরবানে ২, খাগড়াছড়িতে ১৯, রাঙামাটিতে ৯ এবং কক্সবাজারের ৩০ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে।