চট্টগ্রামে ফের বাড়ছে করোনা আক্রান্তের হার, মৃত্যুও

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো তিনজন মারা গেছেন। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩৫ জনে। এদিনে আক্রান্ত হয়েছেন ১১৯ জনের। মোট আক্রান্ত এখন ৫৪ হাজার ৪৫৪ জনে।

- Advertisement -

বৃহস্পতিবার (১০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮১৫ নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ১৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে সাতজন ও চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতাল ল্যাবে ১৮ জন. চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।

- Advertisement -islamibank

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৬২ ও উপজেলার ৫৭ জন রয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM