চট্টগ্রামে করোনায় ফের মৃত্যুর রেকর্ড

চট্টগ্রামে করোনায় দিন যতো যাচ্ছে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের। যা গত তিনমাসের মধ্যে রেকর্ড। মৃত্যুর সাথে সাথে আক্রান্ত প্রায় ৪০০’র কোটায়। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৮ হাজার ৭২৪ জন।

- Advertisement -

বুধবার (৩০ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৩৬৪টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪১৫টি নমুনা পরীক্ষায় ৭২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষায় ৪৯ জন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৫ টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ১১১টি নমুনা পরীক্ষা করে ৪২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৭ টি নমুনা পরীক্ষা করে ১৯ জন শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৮ জন এবং এন্টিজেন টেস্টে ১৩৫ নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩৫টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৮৪ জন এবং উপজেলায় ১১৫ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM