স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শনিবার (৩ জুলাই) দুপুরে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

- Advertisement -google news follower

নগরের কদমতলী মোড়, দেওয়ান হাট, পাঠানটুলী, বাদামতলী মোড়, আগ্রাবাদ বাণিজ্যিক ও সিডিএ, এক্সেস রোড, বড়পোল, নিমতলা, নয়াবাজার, অলংকার মোড়, এ কে খান মোড়, কর্নেল হাট, সিটি গেইট, নিউ মনসুরাবাদ, পাহাড়তলী ও আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটরা মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে। করোনা প্রতিরোধ কল্পে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে লকডাউনে চসিকের ভ্রাম্যমাণ আদালত চলামান থাকবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM