চট্টগ্রামে দিন যত যাচ্ছে কারোনায় বাড়ছে শনাক্তের সংখ্যা। শনাক্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ৬৬২ জনের। এনিয়ে মোট আক্রান্ত ৬১ হাজার ৫৮৯ জন। এইদিন করোনায় আরো ৯ জন মারা গেছেন।
মঙ্গলবার (০৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে চট্টগ্রামে ১ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৯ নমুনা পরীক্ষায় ৪১ জন, বিআইটিআইডি ল্যাবে ৫২১ নমুনা পরীক্ষায় ২১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ১৩৯ নমুনা পরীক্ষায় ৪৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ নমুনা পরীক্ষায় ৫২ জনেরর করো পজেটিভ হয়েছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৫ নমুনা পরীক্ষায় ৪৬ জন, শেভরন ল্যাবে ২৫৫ নমুনা পরীক্ষায় ৪৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫ নমুনা পরীক্ষায় ১৯ জন, মেডিকেল সেন্টারে ১৪ নমুনা পরীক্ষায় ৭ জন এবং এপিক হেলথ কেয়ারে ৩৮ নমুনা পরীক্ষায় ৩০ জন, অ্যান্টিজেন টেস্টে ৪২১ নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা রোগী শনাক্ত হয়।
জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪৪ নমুনা পরীক্ষায় ২৮ জনেরর করোনা শনাক্ত হয়েছে।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮১ নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৪৯ জন এবং উপজেলায় ২১৩ জন রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি