কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য আপসারণে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সেবকরা।
বুধবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য শুরু হয়।
চসিক সূত্র জানায়, কোরবানির পশুর বর্জ্য ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে অপসারণের লক্ষ্য নিয়ে কাজ চলছে। তবে অনেকে দেরিতে কোরবানি দিচ্ছেন। বর্জ্য অপসারণে পর্যাপ্ত গাড়ি, কন্টেইনার মোভার ও টমটম গাড়িসহ সবধরনের প্রস্তুতি রয়েছে।
এছাড়াও ডোর টু ডোর পরিচ্ছন্ন কর্মীরা দ্রুততার সাথে জবাইকৃত পশুর ময়লা-আবর্জনা খড়কুটোসহ সংগ্রহ করে রক্ত ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে। যাতে পরিবেশ দুর্গন্ধমুক্ত থাকে।
জানা গেছে, প্রতি বছরের মতো এবারও বর্জ্য অপসারণ কাজের জন্য নগরকে চারটি জোনে ভাগ করে চারজন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বর্জ্য অপসারণের বিষয়টি তদারকি করছেন ৪১টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজাররা। তাদের কাজের সুবিধার্থে দেওয়া হয়েছে ওয়াকিটকি, গাড়ি ও টমটম গাড়ি। করপোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণে দামপাড়া চসিক কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।
জয়নিউজ/হিমেল/পিডি