কোরবানির ঈদের দিন এবারও সাড়ে সাত হাজার বন্দীকে পোলাও মাংসসহ উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।
বুধবার (২১ জুলায়) কারাগার সূত্রে এ তথ্য জানা যায়।
কারাগার সূত্র জানায়, কারাগারের ঈদের দিন কারাগারের অভ্যন্তরে বন্দীরা ঈদ নামাজ আদায় করেছেন। তবে এবারে স্বজনদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ রয়েছে। এর বদলে বন্দীরা মোবাইলে কথা বলার সুযোগ ও উন্নতমানের খাবার।
কারাগার সূত্র আরো জানা যায়, ভোর ৭টায় মুড়ি আর পায়েস দেওয়া হয় প্রত্যেক কারাবন্দিকে। দুপুরে পোলাও, মাংস, মিষ্টি, কোক। রাতের আয়োজনে রয়েছে মাছ, মুড়ি ঘন্ট এবং সর্বশেষ পান-সুপারি। আর অমুসলিম বন্দীদের জন্য দুই মণের উপর খাসির মাংস বরাদ্দ দেওয়া হয়েছে। এ খাবারের অর্থ কারাগারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে।
জয়নিউজ/হিমেল/পিডি